ক্রীড়া ডেস্ক: রাজশাহীতে সাবেক মন্ত্রী মরহুম অ্যাডভোকেট কবির হোসেন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেণ্ট শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার (৫ জানুয়ারি) রাতে রাজশাহী নগরীর উপশহরে শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেণ্টের উদ্বোধন করেন মরহুম কবির হোসেনের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসির হোসেন অস্থির। মরহুম অ্যাডভোকেট কবির হোসেন বিগত বিএনপি সরকারের সাবেক ভ‚মি প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
টুর্নামেন্টের আহŸায়ক শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর আব্দুল খালেক শান্তর সভাপতিত্বে অনুষ্ঠঅনে বিশেষ অতিথি ছিলেন কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন, বিএনপির রাজশাহী মহানগর যুগ্ম আহŸায়ক জয়নুল আবেদিন শিবলী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহসভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুসরাত এলাহী রিজভী, রাজশাহী মহানগর কৃষক দলের আহŸায়ক শরফুজ্জামান শামীম, সদস্য সচিব আশরাফ আলী, জেলা তাঁতী দলের আহŸায়ক কুতুব উদ্দিন বাদশা, রাজশাহী মহানগর তাঁতী দলের আহŸায়ক মোশারফ হোসেন কাজল, সদস্য সচিব মিলন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। চুড়ান্তপর্বের মাধ্যমে এ টুর্নামেন্ট শেষ হবে।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসির হোসেন অস্থির বলেন, পৃথিবীজুড়ে মাদক ও সন্ত্রাস অনেকাংশে বেড়ে গেছে। তবে বাংলাদেশও এর বাইরে নয়। যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাÐ থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। আগামীতেও ধরনের টুর্নামেন্ট আয়োজন কররা হবে আশ্বাস দেন তিনি।