• বাংলাদেশ
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@karigori.news
  • +880-........

দুর্ঘটনার কবলে পরীমনির ছেলে, হাসপাতালে ভর্তি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ ৬:১০

দুর্ঘটনার কবলে পরীমনির ছেলে, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির ছেলের বয়স দু’বছর হতে চললো। কয়েকদিন আগেই ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। সে সব ছবিও সমাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরী। এরপর নায়িকা নিজের জন্মদিনও উদযাপন করেন দুই ছেলেমেয়েকে নিয়ে।

এরমধ্যে হঠাৎই দুর্ঘটনার কবলে পরীর ছেলে। বুধবার রাতেই ছেলের আহত হওয়া একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন, ‘দুর্ঘটনা’। এর বেশি বিস্তারিত কোনো তথ্য দেননি। এই মুহূর্তের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে নায়িকার সন্তান।

সূত্রের খবর, অভিনেত্রীর ছেলে পড়ে গিয়ে এমন আঘাত পেয়েছে যে চোখ ফুলে প্রায় বন্ধ অবস্থায় রয়েছে সারাক্ষণ। তবে আপাতত আগের তুলনায় সুস্থ।

পরীর পোস্ট দেখে বোঝা যাচ্ছে, পূণ্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কী করে এই দুর্ঘটনা তা নিয়ে কিছুই জানাননি।

সাবেক স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পরী তার ছেলেকে নিয়ে একাই থাকেন। ছেলের যাবতীয় দেখভালের দায়িত্ব মায়ের ওপরই। পূণ্যকে নিয়েই পরী এদিক-সেদিক যান। এমনকী শ্যুটিংয়েও ছেলেকে নিয়ে যেতে ভোলেন না অভিনেত্রী।

স্বামীর সঙ্গে আলাদা হওয়ার পরই পরীর গোটা জীবনজুড়ে এখন শুধুই পূণ্য। তাই ছেলের কিছু হলে পরী খুব স্বাভাবিকভাবেই বিচলিত হয়ে পড়েন। এবারও তাই ঘটলো।

এদিকে পরীমণির ছেলের চোখে আঘাত দেখে ভক্তরাও দ্রুত তার সুস্থতার প্রার্থনা করেছেন। একইসঙ্গে অনেকে নায়িকার উদ্দেশেও প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছেন, কীভাবে ঘটলো এমন কাণ্ড! যদিও পরী কোনো জবাবই দেননি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক :

নওগাঁ অফিস: ঢাকা অফিস:ই-মেইল: news@karigori.com, মোবাইল: .....