• বাংলাদেশ
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@karigori.news
  • +880-........

রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১০:১৯

রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

অনলাইন ডেস্ক: রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। এ সময় ছুরিকাঘাত করা হয় ওই পুলিশ সদস্যকে। তাকে রক্ষা করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তিও ছুরিকাঘাতের শিকার হন। তারা দুজনেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন।

রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাদক কারবারিরা আবু হানিফ ওই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে।

আহত পুলিশ কনস্টেবল আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, ডিবি পুলিশের একটি দল রাতে মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। এ সময় মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। পুলিশ সদস্য আবু হানিফকে ছুরিকাঘাত করে তারা। তাকে বাঁচাতে গিয়ে সজিব নামের স্থানীয় এক ব্যক্তিও আহত হয়েছেন। দুজনই রামেক চিকিৎসাধীন ও শঙ্কামুক্ত।

খবর পেয়ে থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতেই ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

সোমবার দুপুর পর্যন্ত অভিযান চলছিল জানিয়ে রফিকুল আলম বলেন, ‘এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা আরেকটি মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক :

নওগাঁ অফিস: ঢাকা অফিস:ই-মেইল: news@karigori.com, মোবাইল: .....