বগুড়া প্রতিনিধিঃ সংবাদে সারাক্ষন এই শ্লোগান নিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল এশিয়ান বার্তা ২৪ ডট কমের ৮ ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিনিধি সম্মেলন এবং সাংবাদিকদের মৌলিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় বগুড়ার খান্দার শেফা স্মার্ট হাসপাতালের ২য় তলায় এশিয়ান বার্তার
আঞ্চলিক কার্যালয়ের হলরুমে পবিত্র কোরআন তেলায়াতের মধ্যদিয়ে উনুষ্ঠানের উদ্বোধন করাহয়।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক আব্দুল ওয়াদুদ এর উপস্থাপনায়
এশিয়ান বার্তা ২৪ ডট কমের চেয়ারম্যান মাহবুবুল মান্না উপস্থিত সাংবাদিকদের সংগে পেশাদারিত্ব এবং পত্রিকার মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন ।
এবং তিনি বলেন, আগামী ডিসেম্বর এর মধ্যে আমাদের সারাদেশের সাংবাদিকদের নিয়ে একটি প্রশিক্ষণ এর উদ্দ্যোগ নেওয়া হয়েছে।
প্রায় দুই বছর পর এই সমাবেশে আগত প্রতিনিধিদের মাঝে যেন এক মিলন মেলা তৈরি হয়েছিল। এবং সবাইকে পরিচয় পত্র প্রদান করা হয়। সারাদেশ থেকে এই সেমিনারে প্রায় ৬০ জন সাংবাদিক উপস্থিত হয়েছিল।
এদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ থেকে হোসাইন ইমাম সবুজ, পঞ্চগড় থেকে আবু সাঈদ, সিরাজগঞ্জ থেকে দুলাল উদ্দিন, বগুড়া থেকে আল আমিন বিপ্লব,সাইদুর রহমান সাজু, রশিদুর রহমান রানা, আতাউর রহমান, মোসাব্বের হোসেন, নওগাঁ থেকে রওশন আরা শিলা, গাইবান্ধা থেকে ফারুক হোসেন, রাজশাহী থেকে মঈন উদ্দিন, হবিগঞ্জ থেকে আবুল হোসেন সবুজ নাটোরের সিংড়া থেকে রাজু আহমেদ, লালপুর থেকে সালাহ উদ্দিন, বাগাতিপাড়া থেকে আনোয়ার হোসেন অপু, বানেশ্যর থেকে মেহেদী হাসান প্রমুখ।
জুমার নামাজ পরে মধ্যান্ন ভোজের আয়োজন করা হয়। বিরতীর পরে এশিয়ানবার্তা ২৪ ডট কম এর বার্তা প্রধান আব্দুল খালেক নান্নু
সাংবাদিকদের মাঝে মোবাইল জার্নালিজম বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন। এবং এবারে সেরা ৩ জন সাংবাদিকদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়। তারা হলেন, গোপালগঞ্জের হুসাইন ইমাম সবুজ, রাজশাহীর মঈন উদ্দিন ও গাইবান্ধার ফারুক হোসেন।
কারিগরি.নিউজ/ইআরবি