নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ‘খ’ গ্রুপে বিজয়ী নির্বাচিত হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান মোঃ আহনাফ আহম্মেদ তাইফ।
সে রাজশাহী মহানগরীর ঘোষ পাড়া এলাকার ডাঃ শেখ আশরাফ আহম্মেদ উজ্জল এর ছেলে । সে বর্তমানে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ই অক্টোবর) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
আহনাফ আহম্মেদ তাইফ জানান, শেখ রাসেল ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে অনলাইনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি বিজয়ী নির্বাচিত হয়ে খুবই আনন্দিত ।
এই বিষয়ে আহনাফ আহম্মেদ তাইফ এর পিতা ডাঃ শেখ আশরাফ আহম্মেদ উজ্জল জানান, ছোটবেলা থেকেই আহনাফ অনেক বুদ্ধিমান ও পড়াশোনায় ভালো । সৃজনশীলতা কাজের প্রতি তার খুবই আগ্রহ রয়েছে । ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সে যেন মানুষের মতো মানুষ হয় দেশের সেবা করতে পারে ।
কারিগরি.নিউজ/ইআবি